এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
১১ মে বুধবার বিকেলে ফরিদগঞ্জ এ.আর.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়াসংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান এর পরিচালনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এম.পি বলেন, খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য অতীতে কোন সরকার এমন উদ্যোগ নেয়নি। যুবসমাজ সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, মাদকসেবনসহ নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল। বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্র ক্ষমতায় আসার পর সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে প্রাথমিক পর্যায় থেকে কলেজ পর্যন্ত ছেলেদের জন্য বঙ্গবন্ধু টুর্নামেন্ট ও মেয়েদের জন্য বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে তাদের শরীরগঠন, চারিত্রিক গঠন ও লেখাপড়ায় মনোনিবেশ করে ক্রীড়াঙ্গনের মাধ্যমে শুভ সূচনা হচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি, ফরিদগঞ্জ এ. আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল, ইউপি চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ, শাহ আলম শেখ, কাউসার আলম কামরুল, শরীফ খাঁন, আলাউদ্দিন ভুঁইয়া, মেহেদী হাসান মিরাজ, আবু তাহের পাটওয়ারী, শাহাজান পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম- আহ্বায়ক হেলাল উদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, আওয়ামীলীগ নেতা জি.এম.তাবাচ্ছুম, জাহাঙ্গীর পালোয়ান, ইসমাইল হোসেন, খলিলুর রহমান, মো. সোহেল রানা, পুতুল সরকার, নজরুল ইসলাম সুমনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ পৌরসভা একাদশ, ১৫ নং রুপসা উত্তর ইউনিয়ন একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে।