মোঃ রাছেল : ২০২২ সালের এপ্রিল মাসের সর্বোচ্চ মাদক উদ্ধারে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) আনুষ্ঠানিকভাবে তার হাতে এ প্রশংসাপত্র ও অর্থ পুরস্কার তুলে দেন।
সুদীপ্ত শাহীন চাঁদপুর জেলার কচুয়া থানায় দায়িত্ব পালনকালে গত এপ্রিল মাসের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও আসামী আটক করে একাধিক মামলা দায়ের করেন। তাঁর এ সাহসী অভিযান ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব) মোঃ মইনুল রহমান, এএসপি কচুয়া সার্কেল মোঃ আবুল কালাম আজাদ চৌধুরী, এএসপি হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, হাজীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মোঃ জোবাইর হোসেন সহ চাঁদপুরের ৬টি থানার অফিসার ইনচার্জ গণ ও বিভিন্ন দপ্তর ও থানার এসআই কর্তাকর্তাগণ প্রমুখ।
সুদীপ্ত শাহীন তার কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনের এ নিয়ে ৩ বার স্বীকৃতি স্বরূপ ও সনদ অর্জন করেন ।