মতলব উত্তর ব্যুরো : প্রতিক বরাদ্দের পর মতলব উত্তরের গজরা ইউনিয়নে ১৩ নভেম্বর শনিবার বিকেলে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী,শিক্ষা গুরু শহীদ উল্লাহ মাস্টারের সমর্থনে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা ওটার চর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান দর্জি।
প্রধান বক্তা ছিলেন গজরা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ওটার চর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিক্ষা গুরু শহীদ উল্লাহ মাস্টার।
গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম,ছেংগারচর সরকারি ডিগ্ৰি কলেজের প্রভাষক মানিক মিয়া,গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমএ ছাত্তার প্রধান,প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সালেহা বেগম,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন খান,গজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন টিটু, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক, বদরপু্র আকবর আলি খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান মীর,যুগ্ম সাধারণ সম্পাদক ডা.প্রভাত চন্দ্র ভৌমিক, আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন দেওয়ান,আব্দুল হালিম, জাকির হোসেন প্রধান প্রমুখ।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সরদার,আব্দুল হক মোল্লা,গিয়াস উদ্দিন মোল্লা, গজরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছারফুল আমিন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুভাষ চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মৃধা,গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সুমন বেপারী, ইউনিয়ন যুবলীগের নেতা নজরুল ইসলাম প্রধান, জসিম উদ্দিন প্রধান,শিপন প্রধান, শামীম প্রধান, আলমগীর হোসেন, সবুজ মোল্লা প্রমুখ।