মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী।
আরো বক্তব্য রাখেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, পৌর যুবলীগের সদস্য নাজমুল খান, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফ উল্ল্যাহ সিকদার, ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা হিরন। পবিত্র কোরআন তেলওয়াত করেন যুবলীগ নেতা শাহিন আলম।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণে ১৩ বছর ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। তার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশ হিসেবেও মর্যাদা পেয়েছি। এই নতুন বাস্তবতায় আমাদের দায়িত্ব ও ভূমিকা অনেক গুণ বেড়ে গেছে। ঐতিহাসিকভাবে যুবলীগ সবসময় বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রেখেছে।
বক্তারা আরো বলেন, যুবলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির আদর্শকে ব্রত হিসেবে নিতে হবে। নিজেকে ত্যাগী হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, ত্যাগ হচ্ছে সবচেয়ে বড় আদর্শ। মানুষের জন্য যাদের ভালোবাসা রয়েছে, তাদের মৃত্যু নেই।