চাঁদমুখ সংগঠনের সভাপতি শেখ মহিউদ্দিন রাসেল সভাপতিত্বে ও শিক্ষা ও আইসিটি সম্পাদক শওকত হোসেন দিপুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও সংগঠনের উপদেষ্টা সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরে চাঁদমুখ একটি সুসংগঠিত সংগঠন। সামাজিক ও মানবিক কল্যানে চাঁদমুখ নিরলস ভাবে কাজ করছে। এই সংগঠনটি সুবিধাবঞ্চিত পথশিশু স্কুল শিক্ষার্থীসহ সকল কল্যানমূলক কাজ করে যাচ্ছেন। সংগঠনটি সভাপতি শেখ মহিউদ্দিন রাসেলের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। প্রতিবছর ন্যায় এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের এই সেচ্ছাসেবী সংগঠন। তাই সমাজের অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজনের জন্য সংগঠনকে ধন্যবাদ।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের নতুন পোশাক দিয়েছি। শিশুদের মন সবসময় ব্যাকুল থাকে ঈদে নতুন কাপড় পরার। আমাদের সকলের উচিত আশেপাশে বসবাসরত মানুষের দিকে একটু খেয়াল রাখা। আমাদের একটু মানবতা সোনার বাংলা গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার ও সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান পাটোয়ারী, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদ ইয়াসমিন, সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদমুখের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ শিশির, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়ালীউল্লাহ ঢালী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, নির্বাহী সদস্য তাসলিমা মুন্নি।