মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলার ধনাগোদা গ্রামের ওবায়েদ উল্লাহর স্ত্রী হোসনেআরা বেগম বাদী হয়ে চাঁদপুর আমলী আদালত একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ধনাগোদা গ্রামের ওবায়েদ উল্লাহ স্ত্রী হোসনেআরা বেগমের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল পার্শ্ববর্তী রায়েরকান্দি গ্রামের মজলুম পাটোয়ারীর সাথে।
এ বিরোধের জের ধরে ২২ এপ্রিল শুক্রবার দিবাগত রাত দশটার দিকে ধনাগোদা গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন হোসনেআরা বেগমের বসতঘরে বদরপুর গ্রামের জিল্যা মিয়ার ছেলে রিয়াদ, রায়েরকান্দি গ্রামের মজলুম পাটোয়ারী, ফাতেমা বেগম, রাবেয়া বেগম’সহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিত ভাবে বসতঘরে পেট্রোল ছিটাইয়া আগুন লাগিয়ে দেয়।
অভিযোগকারী হোসনেয়ারা বেগম বলেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার পরিবার-পরিজনদের পুড়িয়ে হত্যা করার অসৎ উদ্দেশ্যে আমার বসত ঘরের চারদিকে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে বসতঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকজন ডাক দিয়ে আগুন নিভানোর জন্য আগাইয়া গেলে আসামিরা পরিবার-পরিজনদের ধমক দিয়ে বলে যে আমাদের খুন করিবে, সহায় সম্পত্তি আত্মসাৎ করবে। এতে করে বসতঘরের অর্ধেক, ঘরে থাকা মূল্যবান দলিলপত্র মালামাল পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়।
অভিযুক্ত মজলুম পাটোয়ারী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এ ধরণের কাজের সাথে আমিার পরিবার জড়িত নয়।