মোঃ রাছেল : বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বঙ্গবন্ধুর সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন কচুয়ার আয়েশা আক্তার। সে উপজেলার ঐতিহ্যবাহীড. মনসুরউদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেনীর মানবিক বিভাগের ছাত্রী।
সোমবার চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চাঁদপুরের ৮টি উপজেলা থেকে উপজেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারীরা অংশ নেয়।
আয়েশা আক্তার কচুয়া উপজেলার লুন্তি গ্রামের তালুকদার বাড়ির প্রবাসী আল আমিনের মেয়ে। এক ভাই দুই বোনের মধ্যে আয়েশা প্রথম। তার মা আমেনা বেগম একজন গৃহিনী।
এক প্রতিক্রিয়ায় আয়েশা আক্তার জানান, সে একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে লেখাপড়া করছে। তাঁর স্বপ্ন পূরনে সে সকলের দোয়া প্রার্থী।