মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে এলাকাবাসীর ও বিশিষ্টজনের সম্মানে এবং কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় গোবিন্দপুর মোজ্জাদ্দেদীয়া দরবার শরীফের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ এপ্রিল শনিবার ইফতার পূর্ব মুহুর্তে দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা হাফেজ নেছার আহম্মদ সাহেব।
এসময় উপস্থিত ছিলেন এএসপি সার্কেল (মতলব) ইয়াছির আরাফাত, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, মতলব দক্ষিণ থানা অফির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীরা।