স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সাইনবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. আব্দুল মতিন (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে দিকে তৃপ্তি হোটেল সংলগ্ন একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল মতিন পৌরসভার ১২নং ওয়ার্ড দক্ষিণ রান্ধুনীমূড়া গ্রামের হাজারি বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ বাজারের ফ্রেন্ডস ইলেকট্রনিকসের সাইনবোর্ড নামাতে যায় আব্দুল মতিন। ওই সাইনবোর্ডের একপাশ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা বলেন, হাসপাতালে নেয়ার আগে আব্দুল মতিনের মৃত্যু হয়েছে।