রাফিউ হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে শাহরাস্তি উপজেলা ছাত্রদল।
শুক্রবার (২২ এপ্রিল) বেলা ২ টা ৩০ মিনিটে দলের শাহরাস্তি-হাজীগঞ্জের প্রধান সমন্বয়ক ইঞ্জিঃ মমিনুল হকের নির্দেশনায় মিছিলটি উপজেলার শাহরাস্তি গেইট থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, যুগ্ম আহবায়ক মোঃ মহিন উদ্দিন, ইব্রাহীম খলীল, আঃ হান্নান, মেহেদী হাসান সুজন, পৌরসভার আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, তারেক হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।