মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৭ এপ্রিল সকাল ১১ঘটিকায় হাইমচরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাইমচর থানা অফিসার ইনর্চাজ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার মোঃ হাফিজ মাষ্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ মাসুদুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটোয়ারী, জুলফিকার আলি জুলহাস সরকার, হাবিবুর রহমান গাজী, একটি বাড়ি একটি খামার এর সমন্নয়ক জিল্লুর রহমান জুয়েলসহ মুক্তিযুদ্ধাগান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।