মোঃ রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় নাঈম (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের প্রধানীয়া বাড়ির প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাঈম গত শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে তার নিজ গৃহে আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি। তবে পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে পিতা মাতার সাথে কথা কাটাকাটিতে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে স্থানীয়দের মাঝে গুঞ্জন উঠেছে ।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা করেছে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, নাঈমের মৃত্যু নিয়ে অনুসন্ধান চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।