মতলব উত্তর ব্যুরো : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলা জাগরণ বন্ধু মহল-২০২০ এর উদ্যোগে কোরআন তেলোয়াত, হামদ, নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলোয়াত, হামদ, নাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
শনিবার বিকেলে মতলব উত্তর প্রেসক্লাব (ছেংগারচর বাজারস্থ) স্থায়ী কার্যালয়ের সামনে জাগরণ বন্ধু মহল-২০২০ এর সভাপতি মো. নাজমুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজালাল মুফতির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম মনির, হারুন, সোলায়মান, নবীর হোসেন, সফিকুল ইসলাম রানা, হারুন, রিয়াজ, সেলিম মোল্লা, মফিজুল ইসলাম, পলাশ, শাহআলম, রাসেল, সালাম, সবুজ বেপারী, জহির, জুয়েল খান, সেলিম, আবুল কালাম।
দেশের সমৃৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন, ছেংগারচর বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম জেহাদী। অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার মোহতামিম ও শিক্ষকবৃন্দ, জাগরণ বন্ধু মহল-২০২০ এর সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসা ও এতিমখানার ৩শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন। পরে ইফতার গ্রহণ করে।