মোঃ রাছেল, কচুয়া : কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষেকে বরণ করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ্ এর নেতৃত্বে পরিচালিত মঙ্গল শোভাযাত্রাটি সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভাধীন বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রার অংশ নেয়, উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গল শোভাযাত্রার পর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নৃত্য ও বিভিন্ন সংঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে শিল্পী রীমা শীল এর সঙ্গীত ও নৃত্য, মিথিলা সাহা ও তানিয়া আক্তারের নৃত্য ও তনয়া দাসের সঙ্গীত উপস্থিত শ্রোতা ও দর্শকদেরকে দারুন ভাবে মুগ্ধ করে।
এছাড়া উপজেলা পরিষদ চত্বরে লোকজ মেলায় হস্তনির্মিত বিভিন্ন কুটির জাত শিল্পের ৬টি স্টল বসে।