মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে মাকছুদা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২-এপ্রিল) শাহরাস্তি পৌরসভা মেহার কালিবাড়ি বাজারে ফাউন্ডেশনের অফিস কক্ষে এ সামগ্রী বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোঃ মোদাচ্ছের হোসেনের উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসেবে ওই সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ। পৌর মেয়র এই মানবিক কার্যক্রমের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। সমাজে অর্থবিত্ত অনেকের রয়েছে কিন্তু মানবিক কল্যাণে এগিয়ে আসার মানুষ দিন দিন কমে যাচ্ছে। এমতাবস্থায় সরকারের পাশাপাশি এই ধরনের সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে পবিত্র রমজানে কম আয়-রোজগারের মানুষগুলোর জীবনযাপন সহজ হত।
ওই সময় বিশেষ অতিথি হিসেবে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক, সাবেক পোস্টমাস্টার বীর মুক্তিযুদ্ধা সভাপতি হাজী মোহাম্মদ আমির হোসেন, সমাজসেবা অফিসের কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, আজিজুর রহমান, ডাক্তার মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পবিত্র মাহে রমজানের মাসব্যাপী ৫০০ শ’ পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এদিকে এ সংগঠনের সভাপতি তার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, গরিব দুঃখী অসহায় মানুষের নির্ভরযোগ্য আস্থার প্রতিক আমাদের এই সংগঠন। তিনি আরো বলেন আসুন”দারিদ্রতা নয়, স্বাবলম্বী হউন” এই আমাদের লক্ষ্য।