মাসুদ হোসেন : মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ করবন্দে বসতঘরে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় এলাকাবাসীর প্রায় ২ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক। ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার সময়।
জানা যায়, দক্ষিণ করবন্দ মজুমদার (মোন্দার) বাড়ীর মৃত শাহ্জাহান সাজু মজুমদারের ছোট ছেলে দিনমজুর মাহফুজ মজুমদারের বসতঘরে আগুন লাগে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিভাতে চেষ্টা করে। কিন্তু ঘরের পুরো কাঁড়ে লাঁকড়ি থাকায় চালের টিনের কারনে আগুনে পানি লাগানো যায়নি।
এসময় এলাকাবাসী ঝুঁকি নিয়ে চালের টিন খুলে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় অর্ধশতাধিক লোকের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। আগুন লাগার পরে অনেক দুরত্ব ও রাস্তার সুব্যবস্থা না থাকায় দমকল বাহিনীকে সঠিক সময়ে জানাতে পারেনি বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে মাহফুজ মজুমদার জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ঘরে একটি বৈদ্যতিক বাল্ব বিষ্পোরনের আওয়াজ শুনতে পাই। কিছুক্ষণ পরেই দেখি ঘরে আগুন লেগে গেছে। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের শতশত লোক এসে জড়ো হয়ে আগুন নিভানোর কাজে নেমে পড়ে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে তাদের সহযোগিতায় আরো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। অন্যথায় আরো কয়েকটি ঘর পুড়ে ছাঁই হয়ে যেতে পারতো।
ক্ষয়ক্ষতির পরিমানের বিষয়ে মাহফুজ মজুমদার জানান, ঘরটি মেরামত করতে লক্ষাধিক টাকা লাগবে। আমি সরকারের সহযোগিতা কামনা করছি।