মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক কে গ্রেফতারের প্রতিবাদে হাইমচর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সোমবার) বিকেল ৩টায় আদর্শ শিশু নিকেতন থেকে উপজেলা সদর আলগী বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করলে পুলিশি বাধায় মিছিল টি পুনরায় ফিরে যায়। পরে মাজহারুল ইসলাম( শফিক) এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী।
তিনি তার বক্তব্যে বলেন, মিথ্যা গায়েবী মামলা দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক কে কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলা জজ আওয়ামী লীগের নির্দেশে জামিন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা রাজপথের আন্দোলনকে দাবিয়ে রেখে জনগণের প্রধানমন্ত্রী হতে পারে না। যতদিন শেখ ফরিদ আহমেদ মানিক এর মুক্তি না হবে ততদিন রাজপথে আন্দোলন চলবে।আন্দোলনের মাধ্যমে জননেতাকে জনতার মাঝে ফিরিয়ে আনবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, অর্থ বিষয়ক সম্পাদক আঃ রশিদ খান, উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজির দেওয়ান, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আবুল বাশার (বাসু), চরভৈরবী বিএনপি সভাপতি বিপ্লব বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব আলস জিতু হাওলাদার।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক জহির মাঝি, জিএম ফজলুর রহমান আকাশ, যুগ্ম আহবায়ক কাজী ভুটু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব জহির মিয়াজী, ছাত্রদলের আহবায়ক ফয়সাল আখন, সদস্য সচিব মিলাদ মাঝি, কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সবুজ হোসাইন প্রমুখ।