স্টাফ রিপোর্টার : নবাগত হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সাথে হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপরে উপজেলা ই-সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিয়মসভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, কামাল হোসেন, খালেকুজ্জামান শামীম, গাজী সালাহউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, এনায়েত মজুমদার, য্গুম সাধারণ সম্পাদক ইমাম হোসাইন হীরা, সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, অর্থ বিষয়ক সম্পাদক পাপ্পু মাহমুদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক গাজী মহিনউদ্দিন, মোহাম্মদ হাবীবউল্যাহ, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম জয়, কবির আহমেদ প্রমূখ।
এ সময় সংবাদকর্মী মজিবুর রহমান রনি, মোহাম্মদউল্যাহ বুলবুল, মো. জহির হোসেন, মজিবুর রহমান, মোহাম্মদ নুর হোসেন রাফি, মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
মতিবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরিচিত হউন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম হাজীগঞ্জ উপজেলাকে উন্নয়ণে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য হাজীগঞ্জ উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমার প্রথম কর্মস্থল হাজীগঞ্জ। এ উপজেলাটি জেলার মধ্যে অন্যতম একটি ব্যবসায়ীক প্রাণকেন্দ্র। সকলের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলাকে আমরা আরো অনেক দূর এগিয়ে নেবো।