মোঃ রাছেল : কচুয়ায় ধানক্ষেতে ইঁদুরের উপদ্রবে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। মাঠে মাঠে ইঁদুর ধান কেটে সাবাড় করে দিচ্ছে। সমুলে ইঁদুর দমন করার উপায় খুঁজে না পেয়ে কৃষকরা দিশেহারা ।
এ বছর কচুয়া উপজেলায় ১২ হাজার ৬শ ১৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষাবাদ হয়েছে। ধানক্ষেতে ও জমির আইলে বাসা বেঁধে ইঁদুর ধান গাছ কেটে যাচ্ছে প্রতিনিয়ত।
উপজেলার নূরপুর গ্রামের কৃষক দুলাল মিয়া, আশ্রাফপুর গ্রামের সিরাজুল ইসলাম, মনোহরপুর গ্রামের আবুল হোসেন ও নোয়াগাঁও গ্রামের শাহজালাল জানান, কীটনাশক ঔষধ ব্যবহার করে ও ফাঁদ পেতে ইঁদুর মারা হলেও ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না। পাশের জমি থেকে ইঁদুর এসে তাদের ধান ক্ষেতে বাসা বেঁধে ধান গাছ কেটে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন ইঁদুরের উপদ্রবের সত্যতা স্বীকার করে বলেন, যে মাঠে ইঁদুরের উপদ্রব দেখা দেয় সেই মাঠে কৃষকদের একযোগে রোমা ,ল্যানিরেট ও গ্যাস টেবলেট ইত্যাদি ইদুর মারার কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলে ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করা সম্ভব।
তিনি আরো জানান, ইতিমধ্যেই কৃষি উপ-সহকারি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে, মাঠে মাঠে গিয়ে কৃষকদেরকে উপরোক্ত নিয়ম অনুসরন করে ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা করার উদ্যোগ গ্রহনের পরামর্শ দেওয়ার জন্য।