মাসুদ হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর জেলা শাখার নব-ঘোষিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (৯ এপ্রিল) সকালে শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী সিল্কি এগ্রো ওয়ে লিমিটেড পরিদর্শনে আসলে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ কামাল মিজির নেতৃত্বে জেলা বিএনপির নব-ঘঠিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আবু তাহের খোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল দেওয়ান, বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক মহসিন তপদার, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, ওয়ার্ড বিএনপি নেতা মাহবুব বেপারী, কালাম পাটওয়ারী, আরিফ কাজী, রফিকুল ইসলাম হজি, সুমন মিজি, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, যুগ্ম আহবায়ক মাহবুব গাজী, সদস্য আরিফ তালুকদার, সোহরাব হোসেন কুসুম, যুবদল নেতা সুজন হাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন নয়ন, ছাত্রদল নেতা রিয়াদ হাজি, ফয়েজ আহমেদ, পারভেজ হাজি, সোহাগ, হাবিব সরদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের কোন বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকার দ্রুত ব্যবস্থা না নিলে যদি নেত্রীর কিছু হয়, তবে তার দায় সরকারকে নিতে হবে।
এসময় তিনি জেলা বিএনপি’র সকল নেতা-কর্মীকে এক কাতারে নিয়ে এসে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন বলে সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।