এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ৬ টি মাদক মামলার আসামীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
৬ এপ্রিল বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই মো. নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া এলকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী মো. নাজমুল ভূঁইয়া(৪১)কে ৪১ পিস ইয়াবাসহ আটক করেন।
পুলিশ জানান, মাদক ব্যবসায়ী নাজমুলের বিরুদ্ধে পূর্বের ৬ টি মাদক মামলা রয়েছে।
আটককৃত মাদক কারবারী মো. নাজমুল ভূঁইয়া খাজুরিয়া এলাকার ভূঁইয়া বাড়ির মোহাম্মদ মমিন হোসেন ভূঁইয়ার ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ ৬ মাদক মামলার আসামীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।