ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্র্যাকের পরিবার দিবস ২০২২পালিত হলো লাউলহরীতে

স্বপন কর্মকার মিঠুন : ব্র্যাক চাঁদপুর-৩ অঞ্চলের অধিন লাউলহরী মনোহরগঞ্জ এলাকার অফিসের উদ্যেগে প্রতিষ্ঠানের ৫০তম বৎসর পুর্ন হলো। আর প্রতিষ্ঠাবার্ষিকীর মাসেই শুক্রবার ব্র্যাকের পরিবার দিবস ২০২২ ঝাকঝমক ভাবে পালিত হয়েছে। লাউলহরী এলাকাধীন ব্র্যাকের সকল শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারি ও তাদের স্ব-স্ব পরিবারের সদস্যরা পরিবার দিবসে অংশ গ্রহন করেন।

Model Hospital
এই উপলক্ষে ওই দিনটি স্বরণে রাখতে এলাকা অফিসে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেন। কর্মসুচীর মধ্য ছিলো, শিশুদের কবিতা আবৃত্তি, বিস্কুট খেলা, অংক দৌঁড়, নৃত্য প্রতিযোগীতা। এবং মহিলা বড়দের বালিশ খেলা, বাকেট বল নিক্ষেপ ও পুরুষ এবং মহিলা দলের গান, কৌতুকসহ সর্বশেষ লটারি অনুষ্ঠিত হয়।
জুম্মা নামাজ শেষে মধ্যন্নভোজের আয়োজন করা হয়। প্রত্যেক ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এসময়  আরিফ হোসেনের উপস্থপনায় আমন্ত্রীত অতিথি হিসেবে ছিলেন, মোঃ অছিম উদ্দিন নাঙ্গল কোর্ট এলাকার ব্যবস্থাপক (দাবি)। এছড়া সারর্বিক ব্যবস্থাপনায় ছিলেন, লাউলহরী  এলাকার ব্যবস্থাপক হাবিবুর রহমান (দাবি) , লাউলহরী এলাকা ব্যবস্থাপক মোঃ নুরুন নবী (প্রগতি), উপজেলা একাউন্ট অফিসার মোঃ বোরহান উদ্দিন, শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মোকলেছুর রহমান৷
এছাড়া ওই এলাকাধীন সকল শাখা ব্যবস্থাপক, পি.ও, একাউন্ট অফিসার, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিগগির চালু হচ্ছে বাংলাদেশ,পাকিস্তান সরাসরি ফ্লাইট

ব্র্যাকের পরিবার দিবস ২০২২পালিত হলো লাউলহরীতে

আপডেট সময় : ০৬:০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
স্বপন কর্মকার মিঠুন : ব্র্যাক চাঁদপুর-৩ অঞ্চলের অধিন লাউলহরী মনোহরগঞ্জ এলাকার অফিসের উদ্যেগে প্রতিষ্ঠানের ৫০তম বৎসর পুর্ন হলো। আর প্রতিষ্ঠাবার্ষিকীর মাসেই শুক্রবার ব্র্যাকের পরিবার দিবস ২০২২ ঝাকঝমক ভাবে পালিত হয়েছে। লাউলহরী এলাকাধীন ব্র্যাকের সকল শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারি ও তাদের স্ব-স্ব পরিবারের সদস্যরা পরিবার দিবসে অংশ গ্রহন করেন।

Model Hospital
এই উপলক্ষে ওই দিনটি স্বরণে রাখতে এলাকা অফিসে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেন। কর্মসুচীর মধ্য ছিলো, শিশুদের কবিতা আবৃত্তি, বিস্কুট খেলা, অংক দৌঁড়, নৃত্য প্রতিযোগীতা। এবং মহিলা বড়দের বালিশ খেলা, বাকেট বল নিক্ষেপ ও পুরুষ এবং মহিলা দলের গান, কৌতুকসহ সর্বশেষ লটারি অনুষ্ঠিত হয়।
জুম্মা নামাজ শেষে মধ্যন্নভোজের আয়োজন করা হয়। প্রত্যেক ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এসময়  আরিফ হোসেনের উপস্থপনায় আমন্ত্রীত অতিথি হিসেবে ছিলেন, মোঃ অছিম উদ্দিন নাঙ্গল কোর্ট এলাকার ব্যবস্থাপক (দাবি)। এছড়া সারর্বিক ব্যবস্থাপনায় ছিলেন, লাউলহরী  এলাকার ব্যবস্থাপক হাবিবুর রহমান (দাবি) , লাউলহরী এলাকা ব্যবস্থাপক মোঃ নুরুন নবী (প্রগতি), উপজেলা একাউন্ট অফিসার মোঃ বোরহান উদ্দিন, শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মোকলেছুর রহমান৷
এছাড়া ওই এলাকাধীন সকল শাখা ব্যবস্থাপক, পি.ও, একাউন্ট অফিসার, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।