স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আঃ লতিফ শেখ বলেছেন, নব্বইয়ের পর দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গনতন্ত্রের কবর রচনা করেছেন।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের একমাত্র পল্লীবন্ধু এরশাদের মতো আর কোনো রাষ্ট্র প্রধান ও রাজনৈতিক দল গনতন্ত্র কে জনগণের মাঝে কথা বলার অধিকার দেয়নি।
তিনি আরো বলেন, যে নুর হোসেন গনতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, সে নুর হোসেনকে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। তিনি বলেন, কেন নুর হোসেন হত্যার পোষ্ট মর্টেম রিপোর্ট প্রকাশ হলো না? আজ দেশের মানুষ জানতে চায়, কেন নুর হোসেন হত্যায় মামলা হলো না? ১৯৯১ সালের পর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নামে অসংখ্য মামলা হলো কিন্তু নুর হোসেন হত্যার মামলা হলো না কেন? তিনি বলেন, এখন মনে হচ্ছে জাতীয় পার্টির দুর্নাম করতেই ষড়যন্ত্রের মাধ্যমে নুর হোসেনকে হত্যা করা হয়েছে।
তিনি প্রয়াত নুর হোসেন-এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে বলেন, নুর হোসেন বুকে ও পিঠে যে শ্লোগান লিখেছিলেন আজ আমরাও সেই শ্লোগান দিচ্ছি। আজ আমরাও বলছি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমরা নুর হোসেন হত্যার বিচার চাই।
অ্যাডঃ আঃ লতিফ শেখ গতকাল ১০ নভেম্বর বিকেলে শহরের চেয়ারম্যান ঘাটস্হ জাতীয় পাটির অস্হায়ী কার্যালয়ে চাঁদপুর জেলা জাতীয় পাটি আয়োজিত গনতন্ত্র দিবস উপলক্ষে জেলা জাতীয় পাটির আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির খানের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সদস্য শাহজাহান মাতাব্বর, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটন সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, শহর জাতীয় পাটির আহবায়ক শাহআলম মিজি যুগ্ম আহবায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলাম মোস্তফা, জেলা শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা জাতীয় পাটির সদস্য খন্দকার মোঃ শামসুল আলম সুজন, আঃ ছাওার, পৌর জাতীয় পাটি নেতা মোঃ কামরুল ইসলাম, সেন্তু বেপারী সাজেন্ট অবঃ গোলাম সারোয়ার, সিরু ছৈয়াল, আলী মুন্সী, খলিল সরকার, তরপুরচন্ডী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি স্বপন ডাক্তার, জেলা জাতীয় যুব সংহতির সদস্য মীর মাইনুর রহমান প্রমুখ।