মনিরুল ইসলাম মনির : দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আসন্ন ২০২২ সেচ মৌসুম উপলক্ষে উপজেলা প্রশাসন ও সুবিধাভোগীর সাথে মতলব উত্তর উপজেলা কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে ও মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশন কমিটির সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, চাঁদপুর উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, মেঘনা ধনাগোদা পওর বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম।
মতবিনিময় সভায় ৩০ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান বলেন, সেচ প্রকল্প এ অঞ্চলের অর্থনৈতিক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হয়েছে। জাতীয় পর্যায়ে খাদ্যে স্বয়ংসম্পন্ন অর্জনে ভূমিকা রাখতে ভূমিকা রাখছে।