মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক কেন্দ্রীয় কবরস্থানের বার্ষিক ওয়াজ মাহফিল ১১ মার্চ শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাফিসা ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ও বড় ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নাসির উদ্দিন মিয়া।

আরো বক্তব্য রাখেন – সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মোরশেদ আলম সরকার ও প্রধান পৃষ্টপোশক বাংলাদেশ পাট চাষ সমিতির সভাপতি ও বৃহত্তর মতলবের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ফজলুল হক সরকার হান্নান। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন মুন্সিগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র প্রযুক্তিবিদ চিকিৎসক মো. তোফাজ্জল হোসেন।
ব্রাহ্মণচক কেন্দ্রীয় কবরস্থানের ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন কবরস্থান কমিটির সভাপতি ও মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব শাহজাহান মাস্টার এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করেন -আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা আরিফ বিল্লাহ রাব্বানী। বিশেষ বক্তার বয়ান রাখেন- সাড়া বাংলা আলোড়ন সৃষ্টিকারী নারায়ণগঞ্জ শাহী জামেমসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ বদিউজ্জামাল বাহার। আরো মূল্যবান বয়াব রাখেন- ব্রাহ্মণচক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন, দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবু সাইদ ও উত্তর পাড়া বাইতুল হক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফুল আলম জালালী। এসময় এলাকার ধর্মপ্রান মুসুল্লিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।