মোঃ রাছেল : কচুয়ায় পিকআপ ভ্যানের চাপায়জমিলা খাতুন (৪৫) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছে। শনিবার দুপুরে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের সাজির পাড়ের ইউনুছ মিয়ার বাড়ি সংলগ্ন সাচারগামী একটি দ্রুত গামী পিকআপ ভ্যান সিএনজিকে অতিক্রম করতে গিয়ে সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিদুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।
ওই সিএনজিতে একমাত্রযাত্রী হিসেবে ছিল উপজেলার বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্য জমিলা খাতুন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত জমিলা খাতুনকে উদ্ধার করে সাচার সেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সংবাদ পেয়ে সাচার পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় পরপরই পিকআপ ও সিএনজি চালক দু’জনই পালিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে ও অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদুপর মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে জমিলা খাতুন কচুয়া উপজেলা বাসী নিকট বিশেষ পরিচিত মুখ। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনে জমিলা খাতুন সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দী লিপি আক্তার ঘোষিত ফলাফল মেনে নেয়নি। ভোট কারচুপি করে জমিলা খাতুনকে নির্বাচিত করা হয় বলে লিপির অভিযোগ। এব্যাপারে লিপি নির্বাচন ট্রাইবুনালে মামলা দায়ের করে। ওই মামলায় বিজ্ঞ আদালত ভোট পুন: গণনা করে প্রতিবেদন দাখিল করার জন্য কচুয়া উপজেলার নির্বাচন অফিসারকে নির্দেশ প্রদান করে। মামলাটি এখন চলমান রয়েছে। এ অবস্থায় সড়ক দুঘর্টনায় লিপির মৃত্যু কচুয়া বাসীকে বেশ মর্মাহত করেছে।