মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের কমপ্লেক্স কম্পাউন্ড সড়ক সংস্কারের কাজ পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
মঙ্গলবার দুপুরে তিনি পরিদর্শন করেন ও উপস্থিত সকলে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় ইউএনও গাজী শরিফুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোঃ আলাউদ্দিন প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ খালিদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সরকার, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ ভুইয়া, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।