নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির চিতোষী সাব-রেজিষ্টার অফিসের দলিল লিখক সমিতির নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: শফিকুর রহমান ও সদস্য সচিব মো: খোরশেদ আলম দলিল লিখক সমিতির এ নির্বাচনী তফসিল ঘোষনা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহের শেষদিন ৯ ও ১০ মার্চ বুধ ও বৃহস্পতিবার, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ১৩ ও ১৪ই মার্চ রবি ও সোমবার, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন ১৫ ও ১৬ ই মার্চ মঙ্গল ও বুধবার, ভোট গ্রহনের তারিখ ২৯ মার্চ মঙ্গলবার ধার্য্য করা হয়েছে।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন-আহবায়ক আবদুর রশিদ, নূরুল হক, আবু বকর সিদ্দিক, এমরান হোসেন উপস্থিত ছিলেন।
এর পূর্বে গত ২২ ফেব্রুয়ারী বিগত দলিল লিখক সমিতির সভাপতি মো: মোশারফ হোসেন ও সাধারন সম্পাদক মো: জসীম উদ্দিন তাদের কার্যকাল সমাপ্ত করেন ও মো: শফিকুর রহমান কে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।