বাংলাদেশের সপ্তম রোটারী ক্লাব, দীর্ঘ বায়ান্ন বছরের ঐতিহ্য ও গৌরবের ধারক চাঁদপুর রোটারী ক্লাব, ডিস্ট্রিক্ট-৩২৮২-এর আসন্ন ২০২২-২০২৩ রোটারীবর্ষের নতুন নেতৃত্ব নিয়ম অনুযায়ী মনোনীত হয়েছে।
গত শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ক্লাবের বর্তমান রোটারীবর্ষের চতুর্থ বোর্ড সভায় সদ্য মনোনীত প্রেসিডেন্ট খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, আরএফএসএম তার প্রস্তাবিত বোর্ডকে সবার সামনে উপস্থাপন করেন। এর আগে তৃতীয় বোর্ড সভায় প্রেসিডেন্ট ইলেক্ট ও সেক্রেটারী ইলেক্ট মনোনীত করা হয়। প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান খোরশেদ আলম কাঞ্চন ইতোপূর্বে ২০১৮-২০১৯ রোটারীবর্ষে সেক্রেটারীর দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
তিনি একজন প্রতিষ্ঠিত মেডিক্যাল রি-অ্যাজেন্ট ব্যবসায়ী এবং এর পাশাপাশি হোটেল গ্র্যান্ড হিলশার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সেক্রেটারী ইলেক্ট রোটারিয়ান ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, আরএফএসএম চিকিৎসা পেশার পাশাপাশি সাহিত্য চর্চার সাথে জড়িত এবং চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ। প্রস্তাবিত নতুন বোর্ডের সভাপতি সকলের সহযোগিতা কামনা করে আগামী দিনের সেবাসূচি ও কর্মপঞ্জি প্রণয়ন করবেন বলে আশ্বস্ত করেছেন।
-প্রেস বিজ্ঞপ্তি