মতলব উত্তর ব্যুরো : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের নেতৃত্বে র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সজিব চন্দ্র দাস।