স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে বিদেশি মদ ও গাঁজা সহ প্রাইভেট জব্দ। মাদক ব্যাবসায়ীর পলায়ন। কে এই মাদক ব্যবসায়ী। হাজীগঞ্জে তার সাথে কারা জড়িত খুঁজছে পুলিশ?
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন কংগাইশ এলাকায় নবাগত অফিসার ইনচার্জ সৈয়দ জোবাইরের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৩ বোতল রয়েল স্টেজ বিদেশি মদ, রয়েল গ্রীন ৩ বোতল ও ৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা প্রাইভেটকার রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত প্রাইভেট ঢাকা মেট্রো খ-১২-৬৯৪২।
অভিযানে ওই সময় হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল, এসআই মিসবাহ্, এসআই ইউনুস, এএসআই রেজাউল করিম, এএসআই দিলীপ দাস, এএসআই দীমান, এএসআই মজির মদ্দিন অভিযানে অংশগ্রহণ করেন।
তবে এ ঘটনায় এখনো কাউকেই আটক করা হয়নি।