ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

রাজাপুরা দরবার শরীফে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিল

রাজাপুরা দরবার শরীফে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিলে আলোচকবৃন্দের সাথে মোনাজাতরত রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশীদ আল-ক্বাদেরী।

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির রাজাপুরা দরবার শরীফ ইমামীয়া এতিমখানার উদ্যোগে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিল সম্পন্ন হয়েছে।

Model Hospital

৭ নভেম্বর সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত রাজাপুরা দরবার শরীফ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরীর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন আল্লামা ড. সাইফুল ইসলাম আযহারী, বিশিষ্ট আলেমেদ্বীন, ধামতী ইসলামীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম হেলালী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, দাওয়াতে ঈমানী বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

পবিত্র খতমে বোখারী ও শানে রিসালাত মাহফিলে খতমে কোরআন, খতমে বোখারী,খতমে ইউনুছ, খতমে খাজেগান, খতমে আম্বিয়া, খতমে গাউছিয়া,খতমে শেফা, দুরুদে নারিয়া, খতমে তুনাজ্জিনা, খতমে কাসিদায়ে, বোরদা শরীফ, আল্লাহ তায়ালার ৯৯ নাম মোবারক আসমায়ে হোসনার তিলাওয়াত, আসমায়ে রাসূল (দ:) এর ২০১ নাম মোবারক তিলাওয়াত করা হয়। পরিবহন ধর্মঘট থাকা সত্তেও সারাদেশ থেকে ধর্মপ্রান শত শত লোক দলে দলে স্বাস্থ্যবিধি মেনে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিলে যোগদান করেন।

আরো পড়ুন  বিবিএফএমএ'র নির্বাচনে পরিচালক পদে চাঁদপুরের আমান ও কাজী মামুন জয়ী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে বিজয় মেলা শুরু ৮ ডিসেম্বর

রাজাপুরা দরবার শরীফে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিল

আপডেট সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির রাজাপুরা দরবার শরীফ ইমামীয়া এতিমখানার উদ্যোগে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিল সম্পন্ন হয়েছে।

Model Hospital

৭ নভেম্বর সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত রাজাপুরা দরবার শরীফ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরীর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন আল্লামা ড. সাইফুল ইসলাম আযহারী, বিশিষ্ট আলেমেদ্বীন, ধামতী ইসলামীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম হেলালী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, দাওয়াতে ঈমানী বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

পবিত্র খতমে বোখারী ও শানে রিসালাত মাহফিলে খতমে কোরআন, খতমে বোখারী,খতমে ইউনুছ, খতমে খাজেগান, খতমে আম্বিয়া, খতমে গাউছিয়া,খতমে শেফা, দুরুদে নারিয়া, খতমে তুনাজ্জিনা, খতমে কাসিদায়ে, বোরদা শরীফ, আল্লাহ তায়ালার ৯৯ নাম মোবারক আসমায়ে হোসনার তিলাওয়াত, আসমায়ে রাসূল (দ:) এর ২০১ নাম মোবারক তিলাওয়াত করা হয়। পরিবহন ধর্মঘট থাকা সত্তেও সারাদেশ থেকে ধর্মপ্রান শত শত লোক দলে দলে স্বাস্থ্যবিধি মেনে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিলে যোগদান করেন।

আরো পড়ুন  এখলাছপুর ইউনিয়নে নৌকার প্রার্থী অ্যাড. জসিম উদ্দিনের উঠান বৈঠক