মোঃ রাছেল : নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়া উপজেলার বিতারা ব্লকের শিমুলতলী গ্রামে বারি গম-৩৩ জাতের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রকল্প মূল্যায়ন ও মনিটরিং), কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, ফারুকুল ইসলাম, সমীর চন্দ্র নন্দী, কার্তিক চন্দ্র নন্দী প্রমুখ।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, বারি গম-৩৩ জাতটি তাপ সহনশীল এবং জিংক সমৃদ্ধ জাত, সঠিক পরিচর্যা করতে পারলে বিঘা প্রতি ১৬-১৭ মন ফলন হবে এবং এটি সারাদেশে চাহিদা রয়েছে তাই বীজ উৎপাদন বাণিজ্যিক ভাবে লাভজনক। মাঠ দিবসে ৫০ জন স্থানীয় কৃষাণ কৃষাণী অংশগ্রহণ করেন।