স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ,মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮নভেম্বর (সোমবার) সকাল ১১টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় মিলণায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের দিনটি পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ন দিন। দীর্ঘদিনের স্মৃতিবিজরিত এ প্রতিষ্ঠান থেকে আজ তোমরা বিদায় নিচ্ছ। এ প্রতিষ্ঠান থেকে গত বছর ৭জন এ+ ও ৪জন গোল্ডেন ও বোর্ডবৃত্তি পেয়েছে। আশারাখি এ বছরও তার সুনাম ধরে রাখতে হবে। আর এ কৃতিত্ব অর্জন হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষকদের কারনে। এ প্রতিষ্ঠানের প্রধানসহ সকল শিক্ষক অনেক মেধাবী ও দক্ষ।
তিনি বলেন, নারী শিক্ষা প্রসারে বিশিষ্ট শিক্ষাবিদ এটি আহমেদ হোসেন রুশদী এ অঞ্চলে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন। আমার দাদী মরহুম রাবেয়া বেগমও এই প্রতিষ্ঠানটির প্রতি দুর্বল ছিলো । শিক্ষকরা এ প্রতিষ্ঠানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র প্রতি। এ প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার মা হোসনে আরা বেগমকে, যিনি এ ভবনটি করার জন্য জমি দান করেছেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করায় আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে। অটোপাশ থেকে সরাসরি পরীক্ষা তোমাদের জন্য অনেক ভালো। তোমরা এসএসসি পাস করে পাশ্ববর্তী জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। সেখানে সকল বিষয়ে অত্যন্ত মেধাবী শিক্ষক রয়েছে। অবকাঠামোগত দিক থেকে অনেক উন্নত জিলানী চিশতী কলেজ। কম্পিউটার শিখার জন্য রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। সেখানে তোমরা কম্পিউটার শিখতে পারবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গিয়াসউদ্দিন আজম, ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারি শিক্ষক সোহরাব হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী, ফারজানা আক্তার, নবম শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া লাবন্য ইভা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর চন্দ্র দে, সহকারি শিক্ষক মো: নেছার আহম্মেদ, সহকারি লাইব্রেরিয়ান মো: আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক ও অভিভাবক আব্দুর রশিদ মাষ্টারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাহরিমা আক্তার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।