স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে ১৩০ টি দোকান নিয়ে একযোগে সান্ত্বনা সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। যে মার্কেটে সকল প্রকার কেনা কাটার বাহিরে রয়েছে বিনোদনের বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্য বিভিন্ন রাইডে খেলাধুলা বিশেষ সু-ব্যবস্থা।
১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডে সান্ত্বনা সুপার মার্কেটের হল রুমে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া অনুষ্ঠানের মধ্যেদিয়ে আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়।
অনুষ্ঠানে সাবেক মেয়র ও সান্ত্বনা সুপার মার্কেটের সত্ত্বাধিকারী আলহাজ্ব আ. মান্নান খান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স. ম মাহবুব-উল আলম লিপন।
অনুষ্ঠানে সাংবাদিক এস এম মিরাজ মুন্সীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন, বীর মুক্তিযোদ্ধা বিএম মহসিন নয়ন, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদারসহ কয়েক শতাধিক ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।