নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব উপজেলার ৬ নং উপাদী (দ.) ইউনিয়নের ধলাইতলী গ্রামের মোহাম্মদ বাহাউদ্দিন হাজির বড় ছেলে হাফেজ মোহাম্মদ সুফিয়ান আহম্মেদ সিয়াম। তিনি ঢাকা লালবাগ মাদ্রাসায় বংলাদেশের বিখ্যাত কারী আহম্মদ বিন ইউসুফ আল আজহারির নিকট হিফজুল কোরআন মুখস্থ করেন। হিফজ্ শেষ করার পর সিয়ামকে পাগড়ি পরিয়ে দেন তিনি।

পরে ঢাকার মোহাম্মদপুর মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসায় একাধিকবার হিফজুল কোরআন শুনানি শেষ করেন।
সিয়াম জানান, আমার জীবনে সবগুলো ইচ্ছা পূরণ করেছি। তবে একটা ইচ্ছে পূরন করা ছাড়া বাকি আছে।
হাফেজ সিয়ামের ইচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার কোরআন তিলাওয়াত করে শুনাতে। ওই ইচ্ছেটা পূরণ হলে তার জীবনের সব ইচ্ছাই পরিপূর্ণ হবে।
হাফেজ সিয়াম আরো বলেন, আমি আমার ১৩বছর বয়স থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমার মৃত্যুর আগ পর্যন্ত জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে করে কাটিয়ে দিবো।