ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাহমাহমুদপুরে মাঠের অভাবে খেলাধূলা ও সহ শিক্ষা থেকে বঞ্চিত কোমলমতি শিশুরা

মাসুদ হোসেন : শিশুদের মূল বিকাশই হয় খেলাধুলার মাধ্যমে। পড়ালেখার বাইরে মাঠে শিশুরা দৌড়াবে, খেলবে। তবেই না শিশুরা ভালো থাকবে। আনন্দে থাকবে। আর আনন্দের মাধ্যমে শেখাটাই হলো প্রকৃত শেখা। আর এর ভিন্নতা পাওয়া যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাঠের অভাবে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদান করা হলেও ব্যহত হচ্ছে সহশিক্ষা কার্যক্রম। সেই সাথে শারীরিক কসরত ও খেলাধুলা করার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ফলে পরিপূর্ণভাবে বিকশিত হচ্ছে না কোমলমতি শিশুদের মেধা। মাঠের অভাবে এ বিদ্যালয়ের শিক্ষকরা পরিচালনা করতে পারে না সহশিক্ষা কার্যক্রম।
শাহমাহমুদপুর ইউনিয়নের কিছু প্রতিষ্ঠানে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে শ্রেণিকক্ষে জাতীয় সঙ্গীত-শপথ বাক্য পাঠ করানো হলেও খেলাধুলা ও শরীর চর্চা হয়না এ বিদ্যালয়টিতে। এতে করে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে সহশিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়ছে ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৬ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নিয়মানুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হলে ৩৩ শতাংশ জায়গা প্রয়োজন। এতে বিদ্যালয়ের ভবন তৈরির পর খেলাধুলার জন্য মাঠ থাকবে। কিন্তু এ বিদ্যালয়টির যাথাযথ জমি থাকা সত্ত্বেও বিদ্যালয়ের ভবন নির্মানের পর অবশিষ্ট জায়গা পরে আছে পার্শ্ববর্তী ২টি পুকুরে। বিশেষ করে বিদ্যালয়ের সামনের পুকুরটিতে বেশিরভাগ জমি পড়ে আছে। সে অংশটুকু ভরাট করলে শিশুদের খেলাধুলার অধিকার আদায় হয়ে যেতো।
বিদ্যালয়টিতে বর্তমানে দেড় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তাদের লেখা পড়ার মান উন্নত থাকলেও পিছিয়ে পরছে সহশিক্ষা কার্যক্রম আর শারিরীক শিক্ষায়। সরেজমিনে গিয়ে আরো দেখা যায়, বিদ্যালয় ঘেষা পুকুরগুলোতে শিশুদের জীবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন জাগে। সাঁতার না জানা শিশু শিক্ষার্থীরা শিক্ষকদের অজান্তে পানিতে পড়ে গিয়ে নিভে যেতে পারে জীবন প্রদীপ। অবিভাবকরাও এ নিয়ে খুব দুঃচিন্তায় পরে যান তাদের কোমলমতি শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে।
এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম হাওলাদার জানায়, মাঠের অভাবে বিদ্যালয়টিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয় না। এতে করে শিক্ষার্থীরা সৃজনশীল কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে। যার কারনে উপজেলা পর্যায়ের কোনো খেলাধুলায় অংশগ্রহণ করা সম্ভব হয় না এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। সেই সাথে ব্যহত হচ্ছে সহশিক্ষা কার্যক্রমও।
খেলাধুলার অভাবে শিশুরা অমনযোগী হয়ে পড়ছে পড়াশোনায়। হীনমন্যতায় ভোগার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে গড়ে তুলতে বিদ্যালয়টিতে খেলার মাঠ অপরিহার্য বলেও মন্তব্য করেন এই ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি বলেন, অত্র এলাকার শিশু শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যালয়ের পুকুর ভরাটের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি সরকারি সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য চাঁদপুর-হাইমচর মাটি ও মানুষের নেত্রী শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপিসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগমের সাথে কথা হলে তিনি একটি সমস্যা জনিত কারনে বক্তব্য দিতে পারেননি।
ট্যাগস :

পৌর ১২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৪ নং মহল্লা কমিটির সম্মেলন অনুষ্ঠিত

শাহমাহমুদপুরে মাঠের অভাবে খেলাধূলা ও সহ শিক্ষা থেকে বঞ্চিত কোমলমতি শিশুরা

আপডেট সময় : ০৪:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
মাসুদ হোসেন : শিশুদের মূল বিকাশই হয় খেলাধুলার মাধ্যমে। পড়ালেখার বাইরে মাঠে শিশুরা দৌড়াবে, খেলবে। তবেই না শিশুরা ভালো থাকবে। আনন্দে থাকবে। আর আনন্দের মাধ্যমে শেখাটাই হলো প্রকৃত শেখা। আর এর ভিন্নতা পাওয়া যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাঠের অভাবে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদান করা হলেও ব্যহত হচ্ছে সহশিক্ষা কার্যক্রম। সেই সাথে শারীরিক কসরত ও খেলাধুলা করার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ফলে পরিপূর্ণভাবে বিকশিত হচ্ছে না কোমলমতি শিশুদের মেধা। মাঠের অভাবে এ বিদ্যালয়ের শিক্ষকরা পরিচালনা করতে পারে না সহশিক্ষা কার্যক্রম।
শাহমাহমুদপুর ইউনিয়নের কিছু প্রতিষ্ঠানে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে শ্রেণিকক্ষে জাতীয় সঙ্গীত-শপথ বাক্য পাঠ করানো হলেও খেলাধুলা ও শরীর চর্চা হয়না এ বিদ্যালয়টিতে। এতে করে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে সহশিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়ছে ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৬ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নিয়মানুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হলে ৩৩ শতাংশ জায়গা প্রয়োজন। এতে বিদ্যালয়ের ভবন তৈরির পর খেলাধুলার জন্য মাঠ থাকবে। কিন্তু এ বিদ্যালয়টির যাথাযথ জমি থাকা সত্ত্বেও বিদ্যালয়ের ভবন নির্মানের পর অবশিষ্ট জায়গা পরে আছে পার্শ্ববর্তী ২টি পুকুরে। বিশেষ করে বিদ্যালয়ের সামনের পুকুরটিতে বেশিরভাগ জমি পড়ে আছে। সে অংশটুকু ভরাট করলে শিশুদের খেলাধুলার অধিকার আদায় হয়ে যেতো।
বিদ্যালয়টিতে বর্তমানে দেড় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তাদের লেখা পড়ার মান উন্নত থাকলেও পিছিয়ে পরছে সহশিক্ষা কার্যক্রম আর শারিরীক শিক্ষায়। সরেজমিনে গিয়ে আরো দেখা যায়, বিদ্যালয় ঘেষা পুকুরগুলোতে শিশুদের জীবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন জাগে। সাঁতার না জানা শিশু শিক্ষার্থীরা শিক্ষকদের অজান্তে পানিতে পড়ে গিয়ে নিভে যেতে পারে জীবন প্রদীপ। অবিভাবকরাও এ নিয়ে খুব দুঃচিন্তায় পরে যান তাদের কোমলমতি শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে।
এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম হাওলাদার জানায়, মাঠের অভাবে বিদ্যালয়টিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয় না। এতে করে শিক্ষার্থীরা সৃজনশীল কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে। যার কারনে উপজেলা পর্যায়ের কোনো খেলাধুলায় অংশগ্রহণ করা সম্ভব হয় না এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। সেই সাথে ব্যহত হচ্ছে সহশিক্ষা কার্যক্রমও।
খেলাধুলার অভাবে শিশুরা অমনযোগী হয়ে পড়ছে পড়াশোনায়। হীনমন্যতায় ভোগার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে গড়ে তুলতে বিদ্যালয়টিতে খেলার মাঠ অপরিহার্য বলেও মন্তব্য করেন এই ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি বলেন, অত্র এলাকার শিশু শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যালয়ের পুকুর ভরাটের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি সরকারি সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য চাঁদপুর-হাইমচর মাটি ও মানুষের নেত্রী শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপিসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগমের সাথে কথা হলে তিনি একটি সমস্যা জনিত কারনে বক্তব্য দিতে পারেননি।