নিজস্ব প্রতিনিধি : কৃষি জমির মাটি ব্যবহার করায় হাজীগঞ্জে রনি ব্রিকস্ এন্ড ম্যানুফ্যাকচারিং-২ কে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মামলায় দুই লক্ষা টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক।
ওইসময় তিনি বলেন, আইন অনুযায়ী পৌর এলাকায় ইট-ভটা প্রস্তুত করার নিয়ম নেই। কিন্তু তারা ইট-ভাটা প্রস্তুততো করছেই আবার কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে অপরাধ করেছে। রনি ব্রিকস্ এন্ড ম্যানুফ্যাকচারিং-২ কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৯ অনুযায়ী অপরাধ পরিলক্ষিত হয়। তাই তাদের অপরাধের প্রেক্ষিতে দুই মামলায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ওই সময় হাজীগঞ্জ থনা পুলিশ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, কানুনগো, পেশকার উপস্থিত ছিলেন।