ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কোরআন, সুন্নাহ্ ও হাদীসের আলোকে আমাদের সবাইকে চলতে হবে; রেদওয়ান খান বোরহান

গাজী মোঃ মহসিন :  চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরীফের বাৎসরিক ৮৭তম  ওরশ শরীফ মাহফিলের ২য় দিনে বর্তমান দরবার শরীফের পীর আল্লামা খাজা মোঃ আরিফুর রহমানের আমন্ত্রনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবি লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি, সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব  আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এসময় অতিথি হিসাবে মাহফিলে বক্তব্যে বলেন ওয়াজ-মাহফিল যেহেতু একটি দ্বীনি বিষয়, তাই দ্বীনের অন্যান্য বিষয়ের মতো রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহীনদের অনুস্বরন করে আমাদের সবাইকে চলতে হবে। মানুষের ব্যক্তি জীবনের পরিশুদ্ধি ও আকিদা-বিশ্বাসের সংশোধনের ক্ষেত্রে ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম । মদ-জুয়া, যাত্রা, নর্তকী ও গানের কনসাটের বিপরীতে ওয়াজ মাহফিলের আয়োজন সত্যিই খুব প্রশসংনীয় । মাহফিলগুলো যাতে করে রেওয়াজ ও লোক দেখানোর উদ্দেশ্যে না হয় সেদিকে অবশ্য আমাদের সকলের খেয়াল রাখতে হবে এবং বক্তা নির্বাচনের ক্ষেত্রেও সচেতনতার পরিচয় দিতে হবে। ইলম ও আমলওয়ালা ওলামা ও বুজুর্গানে কেরামগণকে মাহফিলে দাওয়াতের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। শুধু সুন্দর সুর-কণ্ঠ, মাঠ কাঁপানো ও কন্টাক্টওয়ালা বক্তাদের দিয়ে আজীবন ওয়াজ করালেও একজন মানুষেরও হিদায়াত হবে না।
তাই আমাদের সবাইকে কোরআন, সুন্নার ও হাদীসের আলোকে চলতে হবে।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী সময় উপযোগী সিদ্ধান্ত ও বিচক্ষণতার কারণে সারা বিশ্বের কাছে তিনি প্রশংসনীয়। চাঁদপুর সদর ও হাইমচরকে সম্প্রীতি ও শান্তির শহর হিসেবে আল্লাহপাক যেন কবুল করে।
তিনি আরো বলেন করোনা কালীন সময়ে আমি চাঁদপুরে মানুষের পাশে ছিলাম, আছি ইনশাআল্লাহ ভবিষ্যৎতে ও থাকবো।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব খাজা মোঃ আহম্মেদুর রহমান।
এছাড়া তিনি গাছতলা দরবার শরীফে পীর সাহেব মরহুম খাজা আহমাদ শাহ্ (রহঃ) সহ তার ছাহেবগনের মাজার শরীফ জিয়ারত করেন ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআন, সুন্নাহ্ ও হাদীসের আলোকে আমাদের সবাইকে চলতে হবে; রেদওয়ান খান বোরহান

আপডেট সময় : ০২:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
গাজী মোঃ মহসিন :  চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরীফের বাৎসরিক ৮৭তম  ওরশ শরীফ মাহফিলের ২য় দিনে বর্তমান দরবার শরীফের পীর আল্লামা খাজা মোঃ আরিফুর রহমানের আমন্ত্রনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবি লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি, সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব  আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এসময় অতিথি হিসাবে মাহফিলে বক্তব্যে বলেন ওয়াজ-মাহফিল যেহেতু একটি দ্বীনি বিষয়, তাই দ্বীনের অন্যান্য বিষয়ের মতো রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহীনদের অনুস্বরন করে আমাদের সবাইকে চলতে হবে। মানুষের ব্যক্তি জীবনের পরিশুদ্ধি ও আকিদা-বিশ্বাসের সংশোধনের ক্ষেত্রে ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম । মদ-জুয়া, যাত্রা, নর্তকী ও গানের কনসাটের বিপরীতে ওয়াজ মাহফিলের আয়োজন সত্যিই খুব প্রশসংনীয় । মাহফিলগুলো যাতে করে রেওয়াজ ও লোক দেখানোর উদ্দেশ্যে না হয় সেদিকে অবশ্য আমাদের সকলের খেয়াল রাখতে হবে এবং বক্তা নির্বাচনের ক্ষেত্রেও সচেতনতার পরিচয় দিতে হবে। ইলম ও আমলওয়ালা ওলামা ও বুজুর্গানে কেরামগণকে মাহফিলে দাওয়াতের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। শুধু সুন্দর সুর-কণ্ঠ, মাঠ কাঁপানো ও কন্টাক্টওয়ালা বক্তাদের দিয়ে আজীবন ওয়াজ করালেও একজন মানুষেরও হিদায়াত হবে না।
তাই আমাদের সবাইকে কোরআন, সুন্নার ও হাদীসের আলোকে চলতে হবে।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী সময় উপযোগী সিদ্ধান্ত ও বিচক্ষণতার কারণে সারা বিশ্বের কাছে তিনি প্রশংসনীয়। চাঁদপুর সদর ও হাইমচরকে সম্প্রীতি ও শান্তির শহর হিসেবে আল্লাহপাক যেন কবুল করে।
তিনি আরো বলেন করোনা কালীন সময়ে আমি চাঁদপুরে মানুষের পাশে ছিলাম, আছি ইনশাআল্লাহ ভবিষ্যৎতে ও থাকবো।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব খাজা মোঃ আহম্মেদুর রহমান।
এছাড়া তিনি গাছতলা দরবার শরীফে পীর সাহেব মরহুম খাজা আহমাদ শাহ্ (রহঃ) সহ তার ছাহেবগনের মাজার শরীফ জিয়ারত করেন ।