মোজাম্মেল প্রধান হাসিব : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন অটোরিক্সা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ টি পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সমিতির মোট ২২৬ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. ওমর ফারুক প্রধান (প্রতীক মোমবাতি) ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. অলি উল্লাহ প্রধান (প্রতীক চেয়ার) পেয়েছেন ৯১ ভোট। সহ-সভাপতি পদে মো. মাসুদ প্রধান (প্রতীক মাছ) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. তাজুল ইসলাম (প্রতীক আনারস) পেয়েছেন ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. খোরশেদ আলম (প্রতীক মোবাইলফোন)। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইকবাল হোসেন (প্রতীক আম) পেয়েছেন ৬২ ভোট। কোষাধ্যক্ষ পদে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন (প্রতীক দেয়ালঘড়ি)। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রবিউল হোসেন (প্রতীক দোয়াতকলম) পেয়েছেন ৯০ ভোট।
এছাড়া মেম্বার পদে মোট ছয়জন প্রার্থীর মধ্যে ১৩২ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. ইউসুফ প্রধান, ১১৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আব্দুর রাজ্জাক, ১১৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. শাহআলম, ৮২ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. জহির হোসেন এবং ৮০ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন মো. জামাল হোসেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু। সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শাহজাহান ও মকবুল হোসেন।
এদিকে নির্বাচন পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়াজী, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ খান, যুবলীগের সভাপতি কামরুজ্জামান কাকন মুন্সি, নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ, যবলীগ নেতা মো. রাসেল প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতারা। সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতারা।