নিজস্ব প্রতিনিধি : দলীয় আদর্শ ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল-আমিন ফরাজীকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সে সাথে মেয়াদ উত্তীর্ন হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আজ বুধবার (১৯ জানুয়ারী) এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান ছাত্রলীগের চাঁদপুর জেলা শাখা কমিটির সভাপতি মো. জহির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় আদর্শ ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন ফরাজীকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং মেয়াদ উত্তীর্ন হওয়ায় ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ মতলব দক্ষিণ উপজেলা শাখা ও মতলব পৌর শাখার নতুন কমিটি গঠন করার জন্য সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীগণ আগামী ১০ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখের মধ্যে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।