স্টাফ রিপোর্টার : ‘নারী পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়’ এই স্লোগানকে সামনে রেখে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক আয়োজিত উঠান বৈঠক স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের বড়হলদিয়া গ্রামের ২নং ওয়ার্ডের প্রধান বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকের আলোচনার বিষয়ঃ নারী স্বাস্থ্য সুরক্ষা, কোভিড-১৯, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা মুলক আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মনোয়ারা বেগম।

উপজেলা তথ্যকেন্দ্রের সহযোগিতায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার। সার্বিক সহযোগিতা করেন তথ্যসেবা সহকারী রুনু আক্তার এবং মারজিয়া আক্তার। এছাড়া ইউনিয়নের মেম্বার, প্রশিক্ষণার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।