মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মতলব উত্তর উপজেলার লুধুয়া আহমদিয়া ( সাঃ) মাদ্রাসা মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. মো. জালাল উদ্দীন।
এ সময় তিনি বলেন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য নানান ভাবে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য দল ও জনস্বার্থে হয়ে কাজ করতে হবে।
ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতা মহসিন সরকার, আলমগীর ঢালী, উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ম আহবায়ক লিটন পাটোয়ারী, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার,
উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুম্মান হোসেন , উপজেলা সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক জিসান আহাম্মেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনউদ্দীন খান, ছাত্রদলের সভাপতি ইলিয়াস সানি, সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, নেতৃবৃন্দ।