কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের আয়োজনে কাদলা ইউনিয়নের অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন,কৃতী শিক্ষার্থী ও গুণিজনদেরকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।
শুক্রবার সকালে মনপুরা বাইতুল আমান জামে মসজিদ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো.ছাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি.এর ডাইরেক্টর,বিশিষ্ট সমাজসেবক মো.রফিকুল ইসলাম রনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ মৎস্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক ড.আবুল হাসানাত দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি এম.আব্দুল হালিম,নিশ্চিতপুর ডিএস কামিল মাদরাসা অধ্যক্ষ এএসএম ফখরুদ্দীন,উপজেলা সমাজসেবা কর্মকর্তার মো.নাহিদ ইসলাম,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টর (ইনচার্জ) মো. সাজেদুল হাসান কামাল,মনপুরা বাইতুল আমান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমদাদ উল্লাহ।
এ সময় মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসহাক খান,বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল, আল-বারাকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা আবুল বারাকাত বাবুল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের নেতৃবৃন্দ,কাদলা ইউনিয়ন অন্তর্ভুক্ত কৃতী শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন ও গুণিজনরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।