চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর সু দৃষ্টি আর সচ্চতায় জেলার ৭১ জন প্রার্থী মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ বছর বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
এই নিয়োগকে কোনো রকম তদবির বা সুপারিশ না করায় চাঁদপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার নির্বাচিতদের বলেন, সততা ও দক্ষতার সাথে ভবিষ্যৎ কর্মজীবনে কাজ করার আহবান জানান। ‘যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি আশা করব তোমরাও সাধারণ জনগণকে সেরকম সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত হয়ে পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করবে। যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।
তিনি উত্তীর্ণ সকলের উদ্দেশে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে, সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।
জানা যায়, এই নিয়োগে চাঁদপুর জেলা থেকে অনলাইনে মোট ২৪ শ ২৮ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৫৮৮ জন প্রার্থী গত ২৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় উত্তীর্ণ ১২৪ জন প্রার্থী বুধবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্বাচিত ৭১ জনের মধ্যে উপজাতি কোটায় একজন, মুক্তিযোদ্ধা কোটায় একজন এবং সাধারণ কোটায় ৬৯ জন।
এ ছাড়া ৭ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে অনেকেই আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনো বিশ্বাস করতে পারেননি কোনো প্রকার তদবির ও টাকা ছাড়াই পুলিশে চাকুরি পেয়েছেন। অশ্রুসিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।
ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ও টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য মোহাম্মদ আবু বকর সিদ্দিক, চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) ও টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য মারুফা নাজনীনসহ নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকরা।