শাহরাস্তি স্বাস্থ্যকমপ্লেক্সের নতুন টিএইচও হিসেবে ডা: আকলিমা জাহান যোগদান করছেন।
মঙ্গলবার সকালে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচওর) কার্যালয় এ বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ডা.আকলিমা জাহান ৩৩তম বিসিএস(স্বাস্হ্য) উত্তীর্ণ হয়ে মেডিকেল অফিসার মতলব উত্তর, আবাসিক মেডিকেল অফিসার মনোহরগঞ্জ এবং মেডিকেল অফিসার চাঁদপুর সদর।
সর্বশেষ তিনি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি চাঁদপুরের মতলব (উত্তর) এর এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ গ্রহন করেন।
ব্যক্তি জীবনে তিনি বিবাহিতা, তার স্বামী একজন প্রকৌশলী।
অত্র উপজেলায় যোগদান করে তার প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান, রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে মুখিয়ে থাকে।
আমি যোগদান করে এ সকল বিষয়ে অবগত হচ্ছি। জনগুরুত্বপূর্ণ বিষয় গুলোকে প্রাধান্য দিয়ে আগামীতে সে সকল সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা হবে।