চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১৬১নং খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওসমান গণি ও আবু বক্কর সিদ্দিক (শরীফ উল্লাহ) ক্লাস চলা অবস্থায় বিদ্যালয়ের কক্ষে বসেই প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন যাবৎ নিয়ম বহির্ভূতভাবে এ প্রাইভেট বাণিজ্য চালিয়ে আসছেন প্রাক-প্রাথমিকে নিয়োগ পাওয়া শিক্ষক ওচমান গনি ও শরীফ উল্লাহ।
সরজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের ছুটি হয় বেলা সাড়ে ১১টায় এবং ১২টায় শুরু হয় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শ্রেণী কার্যক্রম। এসময় ওচমান গনি বিদ্যালয় কক্ষে ৩য় শ্রেনীর শিক্ষার্থী বৃত্ত, ৪র্থ শ্রেণীর জান্নাত ও ৫ম শ্রেণীর তমা রানী, সাবরীনা (তাহিয়া), রাবেয়াসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে বেলা ১১টায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রাইভেট পড়াতে দেখা গেছে।
এছাড়াও কয়েকজন শিক্ষার্থী জানায়, ওই বিদ্যালয়ের আরেক শিক্ষক আবু বক্কর সিদ্দিকও (শরীফ উল্লাহ) প্রাইভেট পড়ান।
অভিযুক্ত শিক্ষক ওসমান গনি বলেন, বিদ্যালয়ে পড়াই ঠিক, কিন্তু ক্লাস চলাকালীন সময়ে আমি প্রাইভেট পড়াই না।
শিক্ষার্থীদের ক্লাসের সময় বিদ্যালয় কক্ষেই প্রাইভেট পড়ায় কোন ক্ষমতাবলে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনআরা বেগম।
এবিষয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার (এটিও) সেলিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, যদি এমনটি হয়ে থাকে তাহলে তাঁদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বক্তব্যের কিছুক্ষণ পরেই (এটিও) সেলিনা বেগম একজন শিক্ষক নেতাকে দিয়ে ফোন করিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানান।
এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) ফাতেমা মেহের বলেন, আমি এটিও সেলিনার সাথে এখনই কথা বলবো এবং অভিযুক্ত শিক্ষক ওসমান গনি ও আবু বক্কর সিদ্দিক শরীফকে আমার অফিসে ডেকে এনে ব্যবস্থা নিচ্ছি।