চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌরসভার ১২ নং ওয়ার্ডের নোয়াগাঁও ড্রিম টিম ক্লাবের আয়োজনে মাদক বিরোধী ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ (২য় আসর) শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
১২ নং ওয়ার্ড যুবদল সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ এস এম লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, ছাত্রনেতা শাহাদাত হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাসেল ইসলাম সুজন, আনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি উদ্ভোধনী বক্তব্যে বলেন, দেশে মাদক বিস্তারে আধিপত্য করছে একশ্রেণীর মানুষ, ঠিক এই সময় নোয়াগাঁও ড্রিম টিম সংগঠনের এক দল যুবক সোচ্চার হয়ে মাদক বিরোধী বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।
এর ধারাবাহিকতায় সংগঠনটি মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার নিমিত্তে আয়োজন করে মাদক বিরোধী ডে নাইট টুর্নামেন্টের ২য় আসর। যুব সমাজকে মাদকের থেকে দূরে রাখার জন্য এমন খেলাধূলার প্রোগ্রাম প্রতিটা ওয়ার্ড, পাড়া – মহল্লায় সামনের দিনগুলোতে হবে। আমি যুব সমাজের এমন উদ্যোগের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
টুর্নামেন্টের এ খেলায় মোট ২৪ টি দলের সমম্বয়ে টুর্নামেন্ট গঠন করা হয়েছে, প্রতিটি খেলায় ২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। খেলায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার।