রোববার (৩ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়ন গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ৫৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, দক্ষ জনগোষ্ঠী এবং টেকসই উন্নয়নের এই অগ্রযাত্রায় কোন গোষ্ঠীকে বাদ রেখে পুরোপুরি উন্নয়ন অর্জন সম্ভব নয়। যার কারণে বিশেষ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নের জন্য সহায়তা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, এক সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলো অবহেলিত ছিল। কিন্তু বর্তমানে বিভিন্নভাবে সহযোগিতা করায় তাদের জীবনমান অনেক পরিবর্তন হয়েছে। তাদের বাসস্থান করে দেওয়া হয়েছে এবং হচ্ছে।চাঁদপুর সদর উপজেলায় ১৫ শ’ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করেন। তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তাদের মনে রাখতে হবে, এখন আর পিছিয়ে থাকার সুযোগ নাই। মনযোগের সাথে লেখাপড়া করবে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরা, সহ-সভাপতি সুখরঞ্জন ত্রিপুরা, সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রাখাল ত্রিপুরা, শিক্ষা বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা, কম্পিউটার প্রশিক্ষক তানভীর হোসেনসহ ত্রিপুরা জাতির ছাত্র-ছাত্রী অভিভাবকরা।