ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অভিযানের সময় দাম কমে, শেষে বেড়ে যায় পণ্যের দাম : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

হাজীগঞ্জে কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। ছবি : মেহেদি হাসান রিমেল

আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র কয়েক দিন কিছুটা সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ পেয়েছিলেন ভোক্তারা। কিন্তু মধ্য আগস্ট থেকে আবারও ঊর্ধ্বমুখী হয়ে পড়ে বাজার। সব শেষ বেড়েছে কাঁচা মরিচের দাম। জেলার বিভিন্ন বাজারে যেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০/৪৫০ টাকায়।

Model Hospital

এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে ডিম ও কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

এ সময় সেখানে থাকা ক্রেতা নাজমা বেগম বলেন, এভাবে কয়েক হাত ঘুরে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে। অথচ কৃষক তেমন লাভ করতে পারছেন না। ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করছেন অনৈতিকভাবে।

এই ভোক্তা বলেন, পণ্য সরবরাহ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে আলাদা নিয়মিত তদারকি প্রয়োজন। আর এটা যেন চলমান থাকে।

অভিযানে মজুমদার ডিমের আড়ৎকে ২ হাজার ও ইনসাফ ডিমের আড়কেৎ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জে ডিম ও কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। ছবি : মেহেদি হাসান রিমেল

এসময় হাজীগঞ্জ থানার এসআই মনিরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাঁচাবাজার ও ডিমের আড়ৎ এ অভিযান পরিচালনা করা হয়। ডিম কেনার রিসিট না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং পরবর্তীর জন্য তাদের সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে মানুষের ক্রয়ক্ষমতা নালাগের বাহিরে চলে যাচ্ছে। এতে কয়েক দফা অভিযান পরিচালনা করলেও কমছেনা দ্রব্য মূল্যের উর্ধ্বগতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্ট

অভিযানের সময় দাম কমে, শেষে বেড়ে যায় পণ্যের দাম : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র কয়েক দিন কিছুটা সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ পেয়েছিলেন ভোক্তারা। কিন্তু মধ্য আগস্ট থেকে আবারও ঊর্ধ্বমুখী হয়ে পড়ে বাজার। সব শেষ বেড়েছে কাঁচা মরিচের দাম। জেলার বিভিন্ন বাজারে যেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০/৪৫০ টাকায়।

Model Hospital

এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে ডিম ও কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

এ সময় সেখানে থাকা ক্রেতা নাজমা বেগম বলেন, এভাবে কয়েক হাত ঘুরে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে। অথচ কৃষক তেমন লাভ করতে পারছেন না। ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করছেন অনৈতিকভাবে।

এই ভোক্তা বলেন, পণ্য সরবরাহ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে আলাদা নিয়মিত তদারকি প্রয়োজন। আর এটা যেন চলমান থাকে।

অভিযানে মজুমদার ডিমের আড়ৎকে ২ হাজার ও ইনসাফ ডিমের আড়কেৎ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জে ডিম ও কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। ছবি : মেহেদি হাসান রিমেল

এসময় হাজীগঞ্জ থানার এসআই মনিরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাঁচাবাজার ও ডিমের আড়ৎ এ অভিযান পরিচালনা করা হয়। ডিম কেনার রিসিট না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং পরবর্তীর জন্য তাদের সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে মানুষের ক্রয়ক্ষমতা নালাগের বাহিরে চলে যাচ্ছে। এতে কয়েক দফা অভিযান পরিচালনা করলেও কমছেনা দ্রব্য মূল্যের উর্ধ্বগতি।